কৃষ্ণচন্দ্র মজুমদার, হাতিয়া : নোয়াখালীর হাতিয়া উপজেলায় কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেনেন্ট এএসএম লুৎফর রহমানের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে ওছখালী বাজারের মেসার্স শামীম এন্টারপ্রাইজ নামের একটি দোকানের পেছনে পুকুরপাড় থেকে ১২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ বেলাল উদ্দিন (৩৮) নামে এক ইয়াবা বিক্রেতাকে আটক করেছে। আটক বেলাল হাতিয়া উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের একজন সুপার হিসেবে কর্মরত।সে হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের চরকৈলাশ গ্রামের জনৈক রুহুল আমিনের ছেলে। এর আগেও সে পতিতা নিয়ে সাব রেজিস্ট্রার অফিসের ভেতরে পুলিশের হাতে আটক হয়েছিল। স্টেশন কমান্ডার লেফটেনেন্ট এএসএম লুৎফর রহমান জানান, আটককৃত বেলালকে হাতিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
হাতিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ আটক ১
- সুবর্ণ প্রভাত
- আগস্ট ১০, ২০২১
- ৯:৪৩ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত