হাতিয়ায় কারেন্ট জাল ও জাটকাসহ ৪ জেলে আটক

হাতিয়া প্রতিনিধিঃনোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৪ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড ও নৌ পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এসময় ৪ হাজার কারেন্ট মিটার জাল এবং ৪০ কেজি জাটকা ও জব্দ করা হয়। আটকৃতরা হলো, ভোলা জেলার রাজাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কন্দকপুর গ্রামের রিয়াজ খান (১৮), আকবর হোসেন (২৬) মো. শামসু উদ্দিন (২৮) ও মো. কালু ব্যাপারী (৩০)।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, কোস্ট গার্ড ও নৌ পুলিশের সহযোগিতায় হাতিয়ার মেঘনা নদীতে দুটি অভিযান পরিচালনা কালে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় ৪ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কারেন্ট জাল ও জাটক জব্দ করা হয়। পরে কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট করা হয় এবং বিভিন্ন এতিমখানায় জাটকা বিতরণ করা হয়।
আটকৃত জেলেদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে হাতিয়া থানায় সোপর্দ করা হয়।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১