হাতিয়ায় সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের শুরু

হাতিয়া প্রতিনিধিঃ “ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে খাবার খাবো পুষ্টিগুনে” শ্লোগানকে সামনে রেখে নোয়খালীর হাতিয়া উপজেলায় আজ বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে সপ্তাহব্যাপী (৯মে-১৫মে পর্যন্ত) জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ চাকমার সভাপতিত্বে ও ডাঃ খালেদ সাইফুল্লাহ’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিববার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ খাদিজা রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্ল্যাহ. ডাঃ শেখ মাহমুদ,হাতিয়া প্রেস ক্লাব সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার,ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম প্রমুখ।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ চাকমা বলেন,ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিক গুলোতে জাতীয় পুষ্টি সপ্তাহের প্রতিফলন ঘটাতে হবে। এক্ষেত্রে বাজারের ব্যাবসায়ীদেরকে সম্পৃক্ত করনসহ আবহিত করনের ব্যবস্থা করতে হবে।

শেয়ার করুনঃ

845 thoughts on “হাতিয়ায় সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের শুরু”