হাতিয়ায় ১৮ মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালীর হাতিয়া উপজেলায় ২টি হত্যাসহ ১৮টি মামলার পলাতক আসামি আজমল হোসেন ওরফে ইরাজ (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাতে উপজেলার ওছখালী এলাকার সরকারি দ্বীপ কলেজের সামনের সড়ক থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের আজাহার উদ্দিনের ছেলে এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বলেন, গোপন সংবাদের সূত্রধরে অভিযান চালিয়ে আজমল হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় ২টি হত্যাসহ ১৮টি মামলা রয়েছে। এ ছাড়া ৫ আগস্টের পরে হওয়া আরও কয়েকটি মামলার সন্দেহভাজন আসামি ছিলেন তিনি।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮