হাতিয়া প্রতিনিধিঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জামসেদ উদ্দিন(৩৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হাতিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের সূর্যমুখী গ্রামে নিজ বাড়ির পাশের ক্ষেত থেকে ছাগল আনতে গেলে শিশুটির সাথে এই ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে পরে পুলিশ রাতেই ওই এলাকা থেকে জামশেদ উদ্দিনকে আটক করে। আটকৃত ব্যক্তি পৌরসভার ৯ নং ওয়ার্ডের সূর্যমুখী গ্রামের কামরুল ইসলামের ছেলে। তিনি ৩ সন্তানের জনক।
এ ব্যাপারে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, ভূক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার পর আসামিকে আটক করা হয়।
হাতিয়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক- ১
- সুবর্ণ প্রভাত
- মার্চ ১৪, ২০২৫
- ৯:০৫ পূর্বাহ্ণ

শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
