কৃষ্ণ চন্দ্র মজুমদার,হাতিয়া প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের কাছে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় ১২ জন জেলেসহ একটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্যামল চন্দ্র জল দাশের (৩০) নামের একজন জেলের শ্যামল চন্দ্র জল দাশের (৩০) লাশ এবং অপর ১১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে কোষ্টগার্ড। নিহত জেলে শ্যামল চন্দ্র জলদাশ হাতিয়ার দক্ষিণ শূল্যাকিয়া গ্রামের মতিলাল চন্দ্র দাশের ছেলে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে এ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। পরে রাত রাত সাড়ে আটটার দিকে ডুবে যাওয়া ট্রলার ও নিহত জেলে শ্যামল চন্দ্র জল দাশের লাশ উদ্ধার করে কোষ্টগার্ডের ডুবুরি দল। শ্যামল চন্দ্র দাশের উদ্ধারের পর তার বাবা কাছে হস্তান্তর করা হয়েছে।
কোষ্টগার্ডের হাতিয়া ষ্টেশনের কমান্ডার লে. এ এস এম লুৎফুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে হাতিয়ার ভাসানচরের কাছে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় ১২ জন জেলে নিয়ে একটি মাছ ধরা ট্রলার ডুবে যায়। সন্ধ্যায় তাঁরা খবরটি পান। তাৎক্ষনিক তাঁরা কোষ্টগার্ডের ডুবুরি দল নিয়ে ভাসান চর এলাকায় যান। তারা মৃত অবস্থায় শ্যামল চন্দ্র জল দাশের লাশ এবং ডুবে যাওয়া ট্রলারের ১১ জন জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।
তিনি আরো জানান, ডুবুরি দল তাৎক্ষনিক প্রাণপন চেষ্টা চালিয়ে ডুবে যাওয়া ট্রলারটিও উদ্ধার করতে সক্ষম হয়। জীবিত জেলেরা হাতিয়ার বিভিন্ন এলাকার বাসিন্দা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন, কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এস এম তাহসিন। তিনি আরো জানান বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ার ভুক্ত এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ,জননিরাপত্তা ,জলদস্যুতা ,ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।