নিজস্ব প্রতিনিধিঃবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে ঝড়ের কবলে পড়ে গত দুই দিনে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে ২১টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ পর্যন্ত কয়েক দফায় ৪০ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৭ জন জেলে। উদ্ধার হওয়া জেলেরা কয়েক ঘন্টা ড্রাম ধরে ভেসে ছিলেন সাগরে।
আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চাকমা।
তিনি জানান, হাতিয়ার মেঘনা নদীর নিঝুমদ্বীপ, আমতলী ঘাট, মোক্তারিয়া স্লুইস গেট, বুড়িরদোনা, সূর্যমুখী ঘাটে ঝড়ে বাতাসের কবলে পড়ে গত দুই দিনে মোট ২১টি ট্রলার ডুবে গেছে। এখনও বৈরী আবহাওয়া তাই একটি ট্রলারও উদ্ধার করা যায়নি। জেলেরা কয়েক ঘন্টা ড্রাম ধরে ভেসে ছিলেন সাগরে। বর্তমানে জাহাজমারা ইউনিয়নের আমতলী ঘাটের ৬ জন জেলে ও নিঝুমদ্বীপ ইউনিয়নের ১ জন জেলে নিখোঁজ আছেন বলে ট্রলার মালিকরা জানিয়েছেন।
জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ জানান, বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগর উত্তাল থাকায় আমাদের জেলে, মাঝিমাল্লারা বিপদে পড়েছেন এবং ট্রলারডুবির ঘটনা ঘটেছে। কোস্টগার্ড ও নৌ-পুলিশের সহযোগিতায় আমরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি।
হাতিয়ার মেঘনায় দুই দিনে ২১টি ট্রলার ডুবি, ,এখনো ৭ জেলে নিখোঁজ
- সুবর্ণ প্রভাত
- সেপ্টেম্বর ১৬, ২০২৪
- ১২:০৬ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
নোয়াখালীতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
•
ডিসেম্বর ১০, ২০২৪
সোনাইমুড়ীতে মাদক ও জুয়া বিরোধী মানববন্ধন
•
ডিসেম্বর ১০, ২০২৪
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত