হাতিয়া প্রতিনিধি : হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে। প্রতিবছরের ন্যায় এবারও নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ৩৪টি পূজামন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন হয়েছে ।শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ইতোমধ্যে উপজেলা প্রশাসন ও থানার প্রশাসনের উদ্যোগে পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে।
সরকারিভাবে প্রতিটি পূজামণ্ডপের নিকটস্থ গরিব পরিবারের মাঝে বন্টনের জন্য ৫শ’ কেজি করে চাল বরাদ্দ করা হয়েছে। অপরদিকে হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ আলী প্রতিটি পূজামণ্ডপের জন্য ১০টি শাড়ি ও ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেছেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাতিয়া উপজেলা শাখার সভাপতি কৃষ্ণচন্দ্র মজুমদার শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠানের লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন এবং পাশাপাশি যারা পূজায় সাহায্যের হাত বাড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।