হাতিয়া প্রতিনিধিঃ হাতিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে জুন মাসের মাসিক সমন্বয় সভা ও আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকালে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন নব নির্বাচিত চেয়ারম্যান আশিক আলী অমি। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপত্বি মোহাম্মদ আলী এমপি, বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি আয়েশা ফেরদাউস, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ চাকমা, এ এস পি (হাতিয়া সার্কেল) মোঃ আমান উল্লাহ, ওসি মোঃ জিসান আহমেদ , উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কেফায়েত উল্লাহ্, মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার ঝর্ণা , সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম লাভলী প্রমুখ।
এসময় উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস-চেয়ারম্যানগণ ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ চাকমা’র সভাপতিত্বে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়। সভায় এমপি,সাবেক এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান,সাবেক চেয়ারম্যান, পৌর সভার মেয়র, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলার সকল দপ্তর প্রধান গণ ও সংবাদকমীরা উপস্থিত ছিলেন।
হাতিয়া উপজেলা পরিষদের মাসিক সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- সুবর্ণ প্রভাত
- জুন ২, ২০২৪
- ৪:২০ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
