‘হাতিয়া দ্বীপের ইতিহাস’ সংশোধনী বইয়ের মোড়ক উন্মোচন

হাতিয়া প্রতিনিধিঃনোয়াখালীর বিচ্ছিন্ন উপজেলা হাতিয়া দ্বীপের ইতিহাস সমৃদ্ধ ‘হাতিয়া দ্বীপের ইতিহাস’ সংশোধিত গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটিতে দ্বীপের ইতিহাস, নামকরন, সংস্কৃতি, ঐতিহ্য, জীবন-মান ও পরিচিত তুলে ধরা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে হাতিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন মুক্তিযুদ্ধ চলাকালীন হাতিয়া থানার কমান্ডার ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ ওয়ালি উল্যাহ।
বীর মুক্তিযোদ্ধা বিনয় ভূষণ বাবুলাল দাসের সভাপতিত্বে এবংএ এম উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নদীর সঞ্চালনায় সংশোধিত বইটি নিয়ে স্বাগত বক্তব্য রাখেন লেখক ফজলে এলাহি শাহীন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ কেফায়েত উল্লাহ্, সাবেক অধ্যক্ষ এ কে এম মানছুরুল হক, বীর মুক্তিযোদ্ধা এ কে এম মানছুরুল হক, ইঞ্জিনিয়ার মোকাররম হোসেন চন্দন, হাতিয়া প্রেস ক্লাবের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট জাহের উদ্দিন হাসান, এডভোকেট আক্তার হোসেন, শিক্ষক উত্তম কুমার পাল, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বখতিয়ার খিলজি মুজিব, সুজন সম্পাদক ছায়েদ আহমেদ প্রমুখ।

শেয়ার করুনঃ

172 thoughts on “‘হাতিয়া দ্বীপের ইতিহাস’ সংশোধনী বইয়ের মোড়ক উন্মোচন”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮