হাতিয়া প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলার আফাজিয়া বাজারে আজ সোমবার বিকাল ৪টার দিকে এক ভয়াবহ অগ্নিকান্ডে১৩টি দোকান ভষ্মীভ’ত হয়েছে। অগ্নিকান্ডে মুদি,ফার্মেসি, পেট্রোল , বিকাশ এজেন্টের দোকানসহ বিভিন্ন মালামালের ১৩ টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবী এতে নগদ টাকা, মালামালসহ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও স্থানীয় লোক জনের সহযোগিতায় প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
আফাজিয়া বাজারের ব্যবসায়ি মহিউদ্দিন মুহিন জানান, তারা ধারণা করছেন পেট্রোল বিক্রির দোকান থেকে আগুন লেগে পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়িদেরকে সরকারি সাহায্যে প্রদান করবেন বলে আশ্বস্ত করেন।