হাতিয়া প্রতিনিধি : গত ৪ অক্টোবর থেকে ২২ দিন যাবৎ হাতিয়া উপকূলীয় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত থাকায় সরকার সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করে। ফলে দিন-রাত কর্মচঞ্চল মেঘনা নদী এখন জনমানবশূন্য। কিছুদিন আগেও যেখানে মেঘনায় শত শত মাছ ধরা নৌকা ও ট্রলার চলাচল করতো। সেখানে সরকারের এক ঘোষণার সঙ্গে সঙ্গে সব যেন কোথায় উধাও হয়ে গেছে। জেলেরা এখন বাড়িতে বসে অলস সময় কাটাচ্ছেন। আবার কেউ কেউ এ সময়ে কাটাছেঁড়া জাল বুনে নিচ্ছেন।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলা প্রশাসনের কঠোর নজরদারির কারণে কোনো জেলে নদীতে মাছ শিকার করতে নামতে সাহস পাচ্ছেন না।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস জানান, সরকারের ঘোষিত এ ২২ দিন যাতে জেলেরা মাছ শিকার করতে নদীতে না নামে এ জন্য আগে থেকে একাধিক সভা-সমাবেশ করে তাদেরকে সচেতন করা হয়েছে।
অপরদিকে রয়েছে জেলেদের জন্য সরকারি ত্রাণ সাহায্য। এছাড়া নদীতে আমাদের টহল অভিযান অব্যাহত থাকায় হাতিয়া উপকূলীয় মেঘনা নদী এখন জেলেশূন্য।