কৃষ্ণচন্দ্র মজুমদার, হাতিয়া : নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপের ডুবাইর খাল সংলগ্ন মদিনা গ্রাম থেকে এক জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সজিব কান্তি রুদ্রের উপস্থিতে স্টেশন কমান্ডার লে. এএসএম লুৎফর রহমানের নেতৃত্বে কোস্টগার্ড জলদস্যু ইলিয়াছ উদ্দিনকে (৩৮) আটক করে।
এ সময় গ্রেফতারকৃত ইলিয়াছ উদ্দিনের কাছ থেকে ১টি একনলা দেশী শটগান, ৩ রাউন্ড তাজাগুলি, ৩টি অবৈধ পাইরোটেকনিক এবং ২টি রামদা উদ্ধার করা হয় বলে জানান, হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. এএসএম লুৎফর রহমান। ধৃত পরে দুপুরে তাকে হাতিয়া থানায় সোপর্দ করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে কোস্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এসএম তাহসিন রহমান জানান, এরূপ বিশেষ অভিযানের পাশাপাশি বাংলাদেশ কোস্টগার্ডের এরিয়াভুক্ত এলাকাগুলোতে আইনশৃংখলা নিয়ন্ত্রন, জননিরাপত্তা, জলদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত