হাতিয়া প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কন্দ্রে করে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যার পর ওই ইউনিয়নের ইব্রাহিম মার্কেটে। আহতদের মধ্যে জহির উদ্দিন বাবর (৪৫) নামে একজনের হাতের কব্জি কেটে দিয়েছে এবং আব্দুর রহমান (৪০) নামে আরেকজনকে মাথায় কুপিয়ে মারাত্মক যখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ দু’জনের অবস্থা আশংকাজনক। গতকাল শনিবার রাতেই তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- গিয়াস উদ্দিনের ছেলে জহির উদ্দিন বাবর (৪৫), মৃত আবুল হাসেমের ছেলে আব্দুর রহমান (৪০), হেজু মেস্ত্রীর ছেলে সাহাব উদ্দিন (৩৮), মৃত সাইফুল ইসলামের ছেলে সাজ্জাদুল ইকবাল (৩৬) ও মো. ইউছুফের ছেলে আমির হামজা (৩৬)। তাদের সবার বাড়ি ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডে। আহতরা সবাই স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলামের সমর্থক বলে জানান স্থানীয়রা।
স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম জানান, শনিবার বিকালে সাগরিয়া বাজারে তাদের পূর্ব নির্ধারিত পথসভা ছিল। এ সময় ৮নং ওয়ার্ডে থেকে লোকজন সাগরিয়া বাজারে আসার পথে ইব্রাহীম মার্কেট এলাকায় প্রতিপক্ষের লোকজন হামলা করে। এতে ঘটনাস্থলে পাঁচজন আহত হন। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর দু’জনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো পাঠানো হয়েছে। এর মধ্যে জহির উদ্দিন বাবর (৪৫) নামে একজনের হাতের কব্জি কেটে দিয়েছে সন্ত্রাসীরা।
এ ব্যাপারে নৌকার প্রার্থী জিয়া আলী মোবারকের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ ঘটনাকে কন্দ্রে করে রাতে সাগরিয়া বাজারে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পরে উপজেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
বুড়িরচর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন জিয়া আলী মোবারক কল্লোল। তার প্রতিপক্ষ হিসাবে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম।