হাতিয়া প্রতিনিধি : নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিকালে চরঈশ্বর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রাজের হাওলা গ্রামের বেচারাম মহাজন মন্দির (জগন্নাথ সেবাশ্রম) এলাকায় নৌকা, ফুটবল ও মাইক মার্কার সমর্থনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সুনীল চন্দ্র দাসের (প্রাক্তন মেম্বার) উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ আলা উদ্দিন আজাদ, মেম্বার প্রার্থী সুনীল চন্দ্র দাস, নবীর উদ্দিন ডুবাই, যুবলীগ নেতা আবদুস শহীদ, প্রাক্তন মেম্বার চাঁপা রানী দাস, সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী নাজমা বেগম ও ছোট সুনিল মেম্বার প্রমুখ।