হাতিয়া প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কেন্দ্রে বুধবার সকালে করোনা ভ্যাকসিন নিতে আসা লোকদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। সকল প্রকার স্বাস্থ্যবিধি উপেক্ষা করে এ সকল লোকদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে রাখা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিম উদ্দিন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে পড়েছেন বয়স্করা। স্বাস্থ্য কর্মীরা টিকা দিতে হিমশিম খাচ্ছেন। টিকা নেই এই খবরে মানুষ দলবদ্ধভাবে কেন্দ্রে এসে ভিড় করছেন বলে জানান কেন্দ্রের স্বাস্থ্য কর্মীরা।
এ ব্যাপারে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজিম উদ্দিন জানান, গতকাল মঙ্গলবার করোনা ভ্যাকসিনের নিবন্ধন কার্যμম বন্ধ থাকায় মানুষের ভেতর উদ্বেগ সৃষ্টি হয়। যার কারণে আজ এই ভিড় দেখা যায়।