হাতিয়া প্রতিনিধি : নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বাজার থেকে ১১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফিরোজ উদ্দিন ফারহান (৫৩) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল সোমবার দিবাগত রাত ১০টার সময় তাকে আটক করা হয়। আটককৃত মো. ফিরোজ উদ্দিন ফারহান নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন সাগরিয়া গ্রামের মৃত মনিরুল আলমের বড় ছেলে।
হাতিয়া স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম আসলামুল হক (পেটি) অফিসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাগরিয়া বাজার থেকে ১১৩ পিস ইয়াবা ট্যাবলটেসহ মাদক বিক্রেতা ফিরোজকে আটক করা হয়।