হাতিয়ায় জেলে নৌকায় বজ্রপাতে দুইজন নিহত দুই

কৃষ্ণ চন্দ্র মজুমদার, হাতিয়া : নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার কাজির বাজার ঘাটের পূর্ব পাশে হাতিয়া চ্যানেলে গতকাল রবিবার সন্ধ্যায় বজ্রপাতে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
নিহত দুই জেলে হলেন- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব ধরনাভাঙ্গা গ্রামের হারুন শিকদারের ছেলে সাহাব উদ্দিন (২৫) ও একই এলাকার নুরুল ইসলাম বেপারীর ছেলে আদম আলী (৩৫)।
জানা যায়, বজ্রপাতের শিকার জেলে নৌকাটি দীর্ঘদিন ধরে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের কাজির বাজারের মৎস্য ব্যবসায়ী আকবর মেম্বারের সাথে মাছের ব্যবসা করে আসছে।
এ ব্যাপারে আকবর মেম্বার জানান, গতকাল সন্ধ্যার দিকে সংবাদ আসে একটি জেলে নৌকায় বজ্রপাতে দুই জেলে নিহত হয়েছেন। এ সময় নদীতে থাকা অন্যান্য ট্রলার গিয়ে আমাকে মুঠোফোনে জানান, এটি আমার সাথে ব্যবসা করা জেলে নৌকা। পরে উক্ত জেলে নৌকার মালিক মেহেন্দিগঞ্জের হারুন শিকদারের সাথে যোগাযোগ করলে তিনি নিহত দুই জেলেসহ নৌকাটি পাঠিয়ে দিতে বলেন। মালিকের অনুরোধে নৌকাটি রাতেই অন্য ট্রলারের সহযোগিতায় নিহত জেলেসহ মেহেন্দিগঞ্জ পাঠিয়ে দেয়া হয়।
বজ্রপাতের শিকার নৌকার মালিক হারুন শিকদার মুঠোফোনে জানান, বজ্রপাতে ঘটনায় নৌকায় থাকা তার ছেলে সাহাব উদ্দিনসহ দুইজন নিহত হন। নৌকাটি রাত ১টার সময় নিহতদের নিয়ে মেহেন্দিগঞ্জ পৌঁছে। এ ঘটনায় আহত সেন্টু বেপারী ও ছাইফুল হাওলাদার নামে দুই জেলের অবস্থা এখনো স্বাভাবিক হয়নি বলে জানান তিনি।
এ ব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, বজ্রপাতে দুই জেলে নিহত হওয়ার বিষয়টি শুনেছি। নৌপুলিশকে বিষয়টি দেখার জন্য বলেছি।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১