হাতিয়া প্রতিনিধি : নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় দুর্গা পূজামন্ডপ ও মন্দিরে হামলা, ভাঙচুরের ঘটনায় ৯ মামলায় এ পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ ও ১৪ অক্টোবর সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজার অষ্টমী ও নবমীর দিন দিবাগত রাতে সন্ত্রাসীরা বিচ্ছিন্নভাবে হাতিয়া উপজেলার ১০টি মন্দির ও পূজামন্ডপে হামলা ও ভাঙচুর চালায়।
এ সময় সন্ত্রাসীরা মন্দির-পূজামন্ডপের আশপাশের বাড়িঘরে লুট ও ভাঙচুর করেছে বলে মামলার আর্জিতে উল্লেখ করা হয়। এসব ঘটনায় সংশ্লিষ্ট পূজামন্ডপের সভাপতি ও সম্পাদক বাদী হয়ে হাতিয়া থানায় পৃথক পৃথকভাবে মামলা দায়ের করলে পুলিশ এ পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করেন। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি মো. আনোয়ারুল ইসলাম।