কৃষ্ণ চন্দ্র মজুমদার, হাতিয়া : নোয়াখালীর হাতিয়া উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ হলরুমে আজ রবিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী। এ সময় হাতিয়ার বিভিন্ন অঞ্চলের ৭টি অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এর আগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের এমপি আয়েশা ফেরদাউস।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ, সহকারী কমিশনার (ভূমি) সজিব কান্তি রুদ্র, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, সহ-সভাপতি কেফায়েত উল্যাহ ও মুক্তিযোদ্ধা মানছুরুল হক।
বক্তারা মুক্তিযুদ্ধে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের অবদানের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এ সময় হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আসা আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা।
হাতিয়ায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ
- সুবর্ণ প্রভাত
- আগস্ট ৮, ২০২১
- ৭:৩৩ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত