কৃষ্ণচন্দ্র মজুমদার, হাতিয়া : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় লকডাউন ও করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন দু’শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে হাতিয়া বিদ্যুৎ বিভাগ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অর্থায়নে হাতিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অসহায় প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তেল, দুই কেজি আলু ও এক কেজি করে আটা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন হাতিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মশিউর রহমান।
প্রকৌশলী মো. মশিউর রহমান জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় হাতিয়ায় বিদ্যুৎ বিভাগের উদ্যোগে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।