হাতিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত

হাতিয়া প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মামুন (২৫) ও তারেক (২০) নামে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরো একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল বুধবার দুপুর ১টার দিকে উপজেলার জাহাজমারা নলছিরা প্রধান সড়কে সৌদিয়া বাজারের উত্তর পাশে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিরবিরি গ্রামের দিলাল উদ্দিনের ছেলে মো. মামুন ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. তারেক।
জানা যায়, উপজেলার চরকিং ইউনিয়নে একটি বিয়ের দাওয়াতে যাওয়ার পথে তাদের বহনকৃত মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পাশের জমিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে একজনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।
হাতিয়া থানার ওসি আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০