হাতিয়া প্রতিনিধি : নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শেখ রাসেল দিবস-২০২১ উপলক্ষে এক আলোচনা ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন।
এ সময় বক্তব্য রাখেন হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, হাতিয়া থানার ওসি আনোয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়াম্যান এডভোকেট কেপায়েত উল্ল্যাহ, উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ আজিজুর রহমান মিরাজ, সেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মুহিন ও ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম রাজু।
পরে রচনা, চিত্রাঙ্কন, কুইজ ও উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
শেষে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে শেখ রাসেল দিবস-২০২১ উপলক্ষে তালের চারা রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তাসহ অন্যরা।