হাতিয়া প্রতিনিধি : নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার আফাজিয়া বাজারের দক্ষিণ পাশে প্রধান সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশার যাত্রী স্থানীয় নবজাগরণ এনজিওকর্মী বিকাশ চন্দ্র দাস (৪০) নিহত হন। এ ঘটনায় আরো ৫ যাত্রী গুরুতর আহত হন। আহতদেরকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত বিকাশ চন্দ্র দাস সুখচর ইউনিয়নের চরআমানুল্যাহ গ্রামের রবিন্দ্র দাসের ছেলে।
আহত যাত্রীরা হলেন- মো. আয়ত (২১), হাসান উদ্দিন (২০), অনিমা রানী দাস (৪০), মঞ্জু রানী দাস (৪৫) ও জাবের উদ্দিন (৪২)।
হাতিয়া থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় এনজিওকর্মী নিহত
- সুবর্ণ প্রভাত
- সেপ্টেম্বর ৬, ২০২১
- ৮:০০ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত