হাতিয়া প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে হাতিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার সকালে পরিষদ হলরুমে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের হাতিয়া উপজেলা শাখার সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার, বীর মুক্তিযোদ্ধা বিনয় ভূষণ বাবুলাল, হাতিয়া থানার প্রতিনিধি বিকাশ চন্দ্র দাস, এসিল্যান্ড প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি প্রতিনিধি, কোস্টগার্ড প্রতিনিধি, ফায়ার সার্ভিস প্রতিনিধি, হাতিয়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একেএম মানছুরুল হক, হাতিয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদের সহ-সভাপতি উত্তম সাহা এবং উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অরবিন্দ সাহা।
সভায় হাতিয়া উপজেলার ৩৪টি পূজামন্ডপের সভাপতি-সম্পাদকরা উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার দিক নির্দেশনা শুনেন এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।