সুবর্ণ প্রভাত ডেস্ক
আগামী ১২ সেপ্টেম্বরই থেকে দশের সব স্কুল-কলেজে ক্লাস শুরু হবে। আজ রবিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় বৈঠকে শেষে এ সিদ্ধান্ত কখা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফিং কালে বলেন, আগামী ১২ সেপ্টেম্বর থেকেই প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে। এ সময় তিনি বলেন, পঞ্চম শ্রেণি, এসএসসি ও এইচএসসির পরীক্ষার্থীরা নিয়মিত ক্লাস করবে। তবে অন্যরা সপ্তাহে একদিন স্কুলে যাবে। জেএসসি, জেডিসি পরীক্ষার সার্বিক প্রস্তুতি নেওয়া থাকবে। পরিস্থিতি স্বাভাবিক স্বাভাবিক থাকলে পরীক্ষাগুলো নেওয়া হবে। দেড় বছর ধরে বন্ধ থাকা পর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ রবিার দুপুরে আন্তমন্ত্রণালয় সভা অনষ্ঠিত।
এর আগে ৩ সেপ্টেম্বর চাঁদপুর সদর উপজেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেছিলেন, ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে। উল্লেখ্য, করোনা ভাইরাস মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ১১ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে আর ছুটি বাড়ছে না।