৬ হাজার রানের দ্বারপ্রান্তে মুশফিকুর রহিম

সুবর্ণ প্রভাত স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৬ হাজার রানের দ্বারপ্রান্তে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আর মাত্র ৩৯ রান করলেই টেস্ট ক্রিকেটে ৬ হাজার রান ক্লাবে প্রবেশ করবেন তিনি।
এমন মাইলফলকের সামনে দাঁড়িয়ে আগামীকাল থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবেন মুশফিক।
২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় মুশফিকের। এরপর ধীরে ধীরে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপের অন্যতম ভরসা হয়ে ওঠেন তিনি। এখন অবধি ৯২ ম্যাচে ১১টি সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরিতে ৩৮.৪৫ গড়ে ৫৯৬১ রান করেছেন মুশফিক। টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক এই ডান-হাতি ব্যাটার।
মুশফিকের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান ড্যাশিং ওপেনার তামিম ইকবালের। ৭০ ম্যাচে ১০টি শতক ও ৩১টি অর্ধশতকে ৫ হাজার ১৩৪ রান করেছেন তামিম।
তালিকার তৃতীয়স্থানে আছেন সাকিব আল হাসান। ৭১ ম্যাচে ৫টি শতক ও ৩১টি অর্ধশতকে ৪ হাজার ৬০৯ রান আাছে সাকিবের।
১৩টি সেঞ্চুরি ও ১৯টি হাফ-সেঞ্চুরিতে ৬৫ ম্যাচে ৪ হাজার ২৬৫ রান নিয়ে চতুর্থস্থানে আছেন মোমিনুল হক।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১