নিজস্ব প্রতিনিধি
নোয়াখালীর কবিরহাট উপজেলায় মা ও শিশুমৃত্যু রোধ কল্পে শতভাগ প্রাতিষ্ঠানিক ডেলিভারির সেবা কার্যক্রম শুরু করা হয়েছে। সেভ দ্যা চিলড্রেনএরমা-মনি প্রকল্পের সহযোগিতায় কার্যক্রমের অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ২৪ ঘন্টা বিনামূল্যে নরমাল ডেলিভারির ব্যবস্থা করা হয়েছে। এর আওতায় আজ মঙ্গলবার দুপুরে ধানসিঁড়ি ইউনিয়নে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্র চালু ও মা সমাবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচারক একেএম জহিরুল ইসলাম, কবিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার ও সেভ দ্যা চিলড্রেন এর সহকারী পরিচালক সালাউদ্দিন। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সুন্দলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন রুমি। এ সময় বক্তরা মা ও শিশু মৃত্যু রোধকল্পে সবাইকে বিনামূল্যে সরকারি সেবা গ্রহণের আহব্ান জানান। এ সময় সরকারি বেসরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, পরিবার পরিকল্পনা বিভাগ ইউএসএইড-মা -মনি এমএনসিএসপি প্রকল্পের কারিগরি সহায়তায় স্থানীয় সরকারের মাধ্যমে কবিরহাট উপজেলাকে শতভাগ প্রাতিষ্ঠানিক ডেলিভারী সেবা আওতায় এনে হোম ডেলিভারীমুক্ত উপজেলা ঘোষণার উদ্দ্যোগ নেয়া হয়েছে। উক্ত সেবা কেন্দ্র গুলোতে মাসে গড়ে ৪০-৫০টি ডেলিভারী সম্পূর্ণ হচ্ছে। এতে মা ও নবজাতকের মৃত্যু হ্রাস পায়।
1 thought on “নোয়াখালীর কবিরহাটের ধানসিড়ি ইউনিয়নে প্রাতিষ্ঠানিক ডেলিভারির সেবার উদ্বোধন ও মা সমাবেশ”
Lyme disease in horses is documented by numerous case reports 8, 9, 10, 11, 12, 13, 14, 15, but the proportion of seropositive horses with clinical Lyme disease is unknown priligy dapoxetine 30mg