নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালীর প্রধান বানিজ্যিক কেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনী বাজারে ‘বিসমিল্লাহ প্যাকেজিং’ নামের একটি পলিথিন কারখানায় অভিযান চালিয়ে দেড় টন (১ হাজার ৪৭৩ কেজি) পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।একই সঙ্গে ওই কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা করা হয়েছে।
বুধবার সন্ধ্যা পর জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে পরিবেশ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিহির লাল সরদার, সহকারী পরিচালক নুর হাসান সজীব, বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে চৌমুহনী বাজারের অবৈধ পলিথিন তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এসময় বাজারজাত করার জন্য উৎপাদিত দেড় টন অবৈধ পলিথিন জব্দ করা হয় এবং কারখানা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে
চৌমুহনীতে দেড় টন নিষিদ্ধ পলিথিন জব্দ
- সুবর্ণ প্রভাত
- ডিসেম্বর ৫, ২০২৪
- ১২:০৬ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
হাতিয়ায় আগুনে পুড়ল ১৪ দোকান
•
জানুয়ারি ২৩, ২০২৫
সেনবাগে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
•
জানুয়ারি ২২, ২০২৫
লক্ষ্মীপুরে দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন
•
জানুয়ারি ২২, ২০২৫